গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্রের মোদী সরকার। আর তারপর থেকেই নিরাপত্তার দোহাই দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছিল জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পাশাপাশি ওমর আবদুল্লাকেও। কিন্তু প্রায় ৬ মাস বন্দী থাকার পর হঠাতই গত সপ্তাহে কঠোর জনসুরক্ষা আইনে বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে৷ ইতিমধ্যেই তাঁদের মুক্তির জন্য নানা মহল থেকে দাবি উঠেছে। এবার ওমরের বোন সারা আবদুল্লা পাইলট সুপ্রিম কোর্টে আবেদন করলেন, আমার ভাইকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সারার দাবি, আমার ভাইয়ের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। তাঁর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে প্রত্যেক বিরোধীকে চুপ করিয়ে দেওয়া যায়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বিনা অভিযোগেই আটক করা হয়েছিল ওমরকে। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে জন নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সারার বক্তব্য, গত সাত মাসে আরও অনেক রাজনীতিকের বিরুদ্ধে নির্বিচারে মামলা করা হয়েছে। সরকারের বক্তব্য, যারা তার পলিসির বিরোধিতা করে, তারা দেশদ্রোহী। এই মনোভাব গণতন্ত্রের বিরোধী। সরকার সংবিধান মানছে না। ওমর সম্পর্কে সারা বলেছেন, ‘আটক হওয়ার আগে আমার ভাই যে বিবৃতি দিয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় মেসেজ পোস্ট করেছেন, তাতে বার বার শান্তি ও সহযোগিতার কথা বলা হয়েছে। এর ফলে জন নিরাপত্তার ক্ষতি হওয়া সম্ভব নয়।’ পরে সারা এ-ও বলেন যে, ঠিক কী অভিযোগে তাঁকে আটক করা হচ্ছে, তা আমার ভাইকে জানানো হয়নি। অভিযোগ সংক্রান্ত কোনও নথিপত্রও দেওয়া হয়নি।