দিল্লী বিধানসভার বুথ ফেরত সমীক্ষায় রীতিমত ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির। দিল্লীতে ফের রাজ করবে আম আদমি পার্টি। তবে স্বভাবতই তা মেনে নিতে নারাজ বিজেপির হাই কম্যান্ড অমিত শাহ। তার মতে, এই এক্সিট পোল সঠিক নয়। শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই সংসদীয় কমিটি ও দিল্লী বিজেপির সদস্যদের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৈঠক শেষে মীনাক্ষী লেখি বলেন, এক্সিট পোল গুলি ঠিকঠাক অঙ্ক কষেনি। এছাড়াও তারা ৪ টে থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণের হার দেখে এই ফলাফল তৈরি করেছে। এর আগে একাধিকবার এক্সিট পোলের সমীক্ষা মেলেনি, এবারও মিলবে না। তিনি আরও বলেন, আমাদের ভোটাররা দেরি করে এসে ভোট দিয়ে গেছে। তবে বুধবার দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পর অমিত শাহ জানিয়েছিলেন, মানুষ যাতে তাদের পরিবারকে নিয়ে সাড়ে দশটার মধ্যে এসে ভোট দিয়ে যায়।
এবারের ভোটে ২০১৫ সালের থেকেও কমেছে ভোটারদের হার। মাত্র ৬১ শতাংশ মানুষ ভোট দিয়েছে এবারের নির্বাচনে। ২০১৫ সালে যে হার ছিল ৬৭.১২ শতাংশে। এবারের বুথফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে কেজরিওয়ালের আম আদমি পার্টিকেই। তবে বুথফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ বিজেপি। গতকালই দিল্লি বিজেপির সভাপতি মনোজ তেওয়ারি টুইট করেছিলেন, ‘সব এক্সিট পোল ফেল হয়ে যাবে। আমার এই টুইট থেকে যাবে। বিজেপি দিল্লিতে ৪৮ টি আসন নিয়ে সরকার গড়বে। দয়া করে ইভিএমকে দোষ দেওয়ার বাহানা এখন থেকে শুরু করবেন না।’