অস্ট্রেলীয় সফরের টেস্ট সিরিজে দিন রাতের টেস্ট খেলার দ্বিতীয় পরীক্ষা দিতে হবে ভারতকে। বাংলাদেশ ছিল ভারতের প্রথম প্রতিপক্ষ। যাদের বিরুদ্ধে ইডেনে আড়াই দিনে শেষ হয়ে গিয়েছিল ম্যাচ। এ বার অস্ট্রেলিয়ায় গোলাপি বলে নৈশালোকে পরীক্ষা দিতে হবে ভারতকে। এই কঠোর পরীক্ষার আগে শচিন জানালেন, দিনরাতের টেস্টে প্রথম পর্বটা খুব গুরুত্বপূর্ণ।
সংবাদমাধ্যমকে শচিন বলেছেন, ‘‘দিন রাতের টেস্টে প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু ঘটে যেতে পারে। শিশির পড়ার আগে এই দু’ঘণ্টাই কাজে লাগাতে হবে বোলারদের। টেলএন্ডারেরা ব্যাট করলে অধিনায়ক যেন ঠিক সময় ডিক্লেয়ার করতে ভুল না করে। কারণ, যত ম্যাচ গড়াবে, উইকেটও প্রাণ হারাতে শুরু করবে। তাই প্রথম দুই ঘণ্টায় বিপক্ষের তিন-চারটি উইকেট ফেলা কিন্তু সহজ।’’
শচিনের আরও ব্যাখ্যা, ‘‘ম্যাচ শেষের ১৫ থেকে ২০ ওভারও ব্যাটসম্যানদের উপরে চাপ সৃষ্টি করতে পারে। কারণ, শিশিরের ফলে নড়াচড়া করবে বল।’’
তেন্ডুলকর জানিয়েছেন, দিন রাতের টেস্টের প্রথম সেশন খুবই কঠিন হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মর্মান্তিক দাবানলে আক্রান্ত এলাকার ত্রাণসংগ্রহের জন্য একটি ম্যাচ আয়োজন করা হয়েছে। রিকি পন্টিং একাদশের কোচ হিসেবে এখন অস্ট্রেলিয়ায় তেন্ডুলকর।
বর্তমানে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন তারকায় পরিণত হতে শুরু করেছেন। তাঁর দুরন্ত টেকনিক ও মানসিকতা মন কেড়েছে ‘মাস্টার ব্লাস্টার’-এর। শচিন বলছিলেন, ‘‘এ বারের অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে লাবুশেন অসাধারণ ইনিংস খেলেছে। জোফ্রা আর্চারের বলে মাথায় আঘাত লাগার পরে যে দশ মিনিট ওর ফুটওয়ার্ক দেখলাম, সেটাই প্রমাণ করে দিল ও বিশেষ ক্রিকেটার। একজন ব্যাটসম্যানের ফুটওয়ার্ক কিন্তু মানসিক। মনে যদি ভয় থাকে, তা হলে পাও ঠিক মতো চলবে না। লাবুশেনের ফুটওয়ার্কই বুঝিয়ে দেয়, ও কত ভাল ব্যাটসম্যান।’’