মার্চের মধ্যে এনপিআরের প্রস্তাব খারিজ করুন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সময়সীমা ধার্য করে দিলেন প্রাক্তন আইএএস অফিসার কন্নন গোপীনাথন।
বরাবরই কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করেছেন গোপীনাথন । সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআরের বিরোধিতায় সরব হয়েছেন তিনি। সিএএ–এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদে অংশ নিয়েছেন । সম্প্রতি বেশ কয়েকবার তাঁকে আটকও করেছে পুলিশ। এবার সেই একই ইস্যুতে ‘দিল্লি চলো’ ডাক দিলেন গোপীনাথন । সেবিষয়েই একটি টুইট করে গোপীনাথন লেখেন, ‘এনপিআরের প্রস্তাব খারিজ করুন। আপনাকে মার্চ পর্যন্ত সময় দেওয়া হল। সমাজের সর্বস্তরের মানুষ দিল্লি আসছেন। খুব সাবধান। রাজধানীর রাজপথেই প্রতিবাদের ঝড় উঠবে। আমাদের আর অন্য কোনও উপায় নেই।’
সংবাদমাধ্যমে গোপীনাথন জানিয়েছেন, ‘আমরা যে এনপিআরের বিরোধিতা করছি, তার কিছু কারণ রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার শুরুতেই বলেছে, এনপিআর, এনআরসির প্রথম ধাপ। আবার সরকার বলছে, এনআরসি নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। যদি এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্তই না হয়, তাহলে এনপিআর কেন হচ্ছে? এনআরসি ইস্যু আরও স্পষ্ট না করা পর্যন্ত এনপিআর খারিজ করুন।’