সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও বৃষ্টির হতে পারে। ঝঞ্ঝা কাটলেই বঙ্গে ফের শীতের প্রত্যাবর্তন হতে পারে। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। বৃষ্টির এই খবর পেয়ে রীতিমত চিন্তায় বইমেলা কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল থেকেই সূর্য্যিমামার টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। আকাশেরও মেঘ ভার। কুয়াশা ও হালকা মেঘের কারণে তাপমাত্রা সামান্য ঊর্দ্ধমুখী। হাওয়া অফিসের পূর্বাভাষে আগেই জানানো হয়েছিল, উড়িষ্যা লাগোয়া উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
এর কারণ হিসেবে জানা গিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে উষ্ণ, জলীয় বাষ্প ভরা দক্ষিণী বাতাস স্থলভাগে ঢুকছে। আর উত্তর থেকে আসছে উত্তুরে বাতাস। এই দুইয়ের সংঘর্ষেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ওড়িশায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে তার প্রভাব পড়বে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
বৃহস্পতিবার এবং বুধবার কলকাতায় যেখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ও ২৬ ডিগ্রির আশেপাশে সেখানে শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ও ১৭ ডিগ্রি। ঝঞ্ঝার প্রভাবে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে এখনও কনকনে ঠান্ডা পাহাড় জুড়ে। এ দিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে ৬.৫ ডিগ্রি, জলপাইগুড়িতে ৮.২, শিলিগুড়ি ৭.৮ ডিগ্রি।