নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগে এই নোটিস পাঠানো হয়েছে যোগীকে। দিল্লী নির্বাচনের প্রচারে ভাষণ দিতে গিয়ে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে, সেই ভিত্তিতেই এই নোটিস। দিল্লীর মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় নির্বাচন কমিশনের নোটিস যোগীকে।
কেজরিওয়ালের বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘শাহিনবাগ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী। সেখানে বিরিয়ানি খাওয়াচ্ছেন তিনি।’ এই মন্তব্যের জেরেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। চিঠি দিয়ে আদিত্যনাথকে জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে তাঁর বক্তব্য নির্বাচন কমিশনকে জানাতে।
এর আগে এই শাহিনবাগ নিয়েই আদিত্যনাথ বলেছিলেন, যাঁরা কাশ্মীরের জঙ্গিদের সমর্থন করেন, তাঁরাই শাহিনবাগে আজাদির শ্লোগান তুলছে। এখানেই থেমে না থেকে আরও এককদম এগিয়ে তিনি দাবি করেছেন, দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি চিফ নাকি শাহিনবাগের আন্দোলনকারীদের বিরিয়ানি সাপ্লাই করছেন।