সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গোটা দেশেই জ্বলছে প্রতিবাদের আগুন। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে সিএএ-বিরোধী অবস্থান চলছে দিল্লীর শাহিনবাগেও। দিল্লীর বিধানসভা ভোটের আগে যা নিয়ে বেজায় চাপে বিজেপি। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- সকলের ভাষণেই উঠে আসছে শাহিনবাগ আন্দোলন নিয়ে নানা হুঁশিয়ারি, বিতর্কিত মন্তব্য। এবার শাহিনবাগ আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তাঁর দাবি, এই আন্দোলনে জন্ম নিচ্ছে বহু ‘আত্মঘাতী জঙ্গী’।
প্রসঙ্গত, এর আগে অনেক বারই বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী গিরিরাজ। কখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেছেন উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে, কখনও আবার বলেছেন দেশের সমস্ত অনাচারের জন্য দায়ী বিদেশে গিয়ে ছাত্রছাত্রীদের গোমাংস খাওয়া। এবার ডিসেম্বর থেকে শুরু হওয়া শাহিনবাগ আন্দোলনকে দুষতে গিয়ে ফের বিতর্কের শিরোনামে তিনি। বৃহস্পতিবার একটি টুইটে তিনি লেখেন, ‘এই শাহিনবাগ এখন আর শুধু আন্দোলনের কেন্দ্রস্থল নয়। এটা আসলে আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্মভূমি। দেশের রাজধানীতে বসে গোটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে এই শাহিনবাগ থেকে।’ যা নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।