দিল্লী বিধানসভার রাজিন্দর নগর কেন্দ্রে এবার আপের প্রার্থী রাঘব চাড্ডা। আর সেই সুদর্শন রাঘব চাড্ডাকে নিয়েই মাতোয়ারা তরুণ প্রজন্মের ভোটাররা। কেউ পাঠাচ্ছেন সরাসরি বিয়ের প্রস্তাব, কেউ বা রাঘবের প্রেমে পড়ছেন একেবারে দুই-তিন বন্ধুকে নিয়ে। জামিয়া-শাহিনবাগ নিয়ে তেতে থাকা রাজধানী দিল্লীর হাওয়ায় নাকি ভাসছে মেরুকরণ। আপের প্রচার দল বলছে, রাঘবের ইউএসপি নাকি বিউটি কোটা। স্রেফ বিউটি কোটায় রাঘব বাজিমাত করতে পারবেন কি? প্রশ্ন এখন সেটাই।
শাহিনবাগ, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলনকে ইস্যু করে আম আদমি পার্টির বিরুদ্ধে দিল্লী বিধানসভা ভোটে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। এদিকে অরবিন্দ কেজরিওয়ালের প্রচারে জোর পাচ্ছে স্কুল, রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের উন্নয়নের ইস্যু। কিন্তু রাজিন্দর নগর কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডার ক্ষেত্রে ইস্যুটা একটু ‘অন্যরকম’।
কস্ট অ্যাকাউন্ট্যান্ট থেকে নেতা হওয়া ৩১ বছরের যুবক রাঘব চাড্ডার ‘চকোলেট লুক’ই তাঁকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে কয়েক পা এগিয়ে দিচ্ছে! বিশেষ করে মহিলা ভোটারদের কাছে তো তিনি রীতিমতো হিরো। রাঘবের নির্বাচনী কেন্দ্রের মহিলাদের কারও শর্ত, ‘আমাকে বিয়ে করুন’, তো কোনও মহিলা ফ্যানের আর্তি, ‘বন্ধুত্ব করুন’। তাহলেই তিনি ভোট পাবেন, এমনটাই বলছেন প্রার্থীর বিধানসভা কেন্দ্রের বহু মহিলা ভোটার।
আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র হওয়ার পর থেকেই মহিলা মহলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন রাঘব। আর এই বিধানসভা ভোটে নিজের এলাকা থেকে প্রথমবার ভোটের টিকিট পাওয়ার পর রাঘবের মহিলা ফ্যানবেস আরও দীর্ঘ হয়েছে। বিভিন্ন রকম প্রেমের বার্তাতেই উপচে পড়ছে রাঘবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নির্বাচনী প্রচারের ছবি শেয়ার করলেই মহিলা ভোটারদের ব্যাপক সাড়া মিলছে। যার প্রত্যুত্তরে ধন্যবাদ জানাতে ভুলছেন না রাঘব।