গান্ধীজির অসহযোগ আন্দোলন, তাঁর নেতৃত্বে হওয়া ভারতের স্বাধীনতা সংগ্রাম সবটাই নাকি ‘বড় নাটক’! ব্রিটিশদের সঙ্গে সমঝোতার ফল। এই মন্তব্য করে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। কিন্তু তাঁর এই মন্তব্যের পর ৩ দিন পেরিয়ে গেলেও তিনি কোনও দুঃখপ্রকাশ তো করলেনই না, বরং বললেন, তিনি আদৌ মহাত্মা গান্ধীর নাম উচ্চারণ করেননি। তোলেননি কোনও রাজনৈতিক দলের কথাও। অথচ তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে যথেষ্টই অস্বস্তিতে পড়ে
গিয়েছে বিজেপি। দলীয় অসন্তোষের কথা জানানোও হয়েছে অনন্তকুমারকে। কিন্তু এ নিয়ে তাঁর সাফাই, ‘সংবাদমাধ্যমে আমার মুখে যা বসানো হয়েছে, তা একেবারেই মিথ্যা। তাই আমার মন্তব্য থেকে সরে আসতে রাজি নই। আমি গান্ধী বা কোনও দলের কথা বলিনি। আমি যদি মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরু অথবা কোনও স্বাধীনতা সংগ্রামীদের নামোল্লেখ করে থাকি, তা হলে সেটা আমাকে দেখানো হোক। অযথা জলঘোলা করা হচ্ছে।’