প্রথমে কেরল। তারপর পাঞ্জাব, রাজস্থান, বাংলা। একে একে সব অবিজেপি রাজ্যগুলি সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাশ করিয়ে নিচ্ছে বিধানসভায়। এবার সেই তালিকায় যুক্ত হল কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। মুখ্যমন্ত্রী কমলনাথ এর আগে বহুবার কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে মুখ খুলেছেন। এবার সেই মতোই বুধবার মধ্যপ্রদেশের বিধানসভায় পাশ হল সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের দাবি, কেন্দ্রের মোদি সরকারকে এই আইন তুলে নিতে হবে। মধ্যপ্রদেশ প্রশাসনের দাবি, এই আইন বিভাজন–মূলক এবং সংবিধান–বিরোধী।
সিএএ বিরোধী আন্দোলনে এক জোট হতে শুরু করেছে বিরোধীরা। এতেই ভয়ঙ্কর চাপে পড়েছে মোদি সরকার। রাজ্য প্রশাসনগুলির বিরোধিতা আছেই, পাশাপাশি গোটা দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে পথে নামছেন সাধারণ মানুষ।