রোনালদো বা নেইমারের ন্যু ক্যাম্প ছাড়ার প্রক্রিয়া যতই তিক্ত হোক, বার্সেলোনার ব্রাজিল-প্রেমে কখনই ভাটা পড়েনি। ব্রাজিলীয় ফুটবলারদের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে কাতালানদের।
সে প্রতিষ্ঠিত তারকাই হোক বা উঠতি প্রতিভা। ব্রাজিলীয় খেলোয়াড় দলে টানতে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৪৩ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সেলোনা! ১৯৯৩ সালে রোমারিও যোগ দেয়ার পর বার্সেলোনার সব সাফল্যের সঙ্গেই জড়িয়ে আছে ব্রাজিলীয় তারকাদের নাম।
রোমারিওর পথ ধরে একে একে বার্সার জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদো, রিভালদো, রোনালদিনহো ও নেইমারের মতো নক্ষত্ররা। বার্সায় খেলা অন্য ব্রাজিলীয়দের মধ্যে আছেন জিওভানি, অ্যান্ডারসন, এডমিলসন এবং দানি আলভেস।
তবে তাদের অনেকেই কাতালান জার্সিতে সফল হননি। রোচেনবেক, জিওভানি, হেনরিক, কায়ারিসন এবং ডগলাসের পেছনে ঢালা অর্থ কার্যত জলে গেছে বার্সার। তাতে অবশ্য বার্সার ব্রাজিল-মোহ কাটেনি।
বার্সার বর্তমান দলেও ব্রাজিলের শক্তিশালী অবস্থান। ফিলিপে কুতিনহোর সঙ্গে যোগ দিয়েছেন দুই তরুণ তুর্কি- আর্থার ও ম্যালকম। তাদের দামও কম নয়। তিনজনের মিলিত মূল্য ১৯২ মিলিয়ন ইউরো।