চলতি আইএসএলে কৃষ্ণ–উইলিয়ামস জুটি যে কোনও দলের কাছে আতঙ্ক। দু’জনেই কলকাতাকে ভালবেসে ফেলেছেন। দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। মাঠে এবং মাঠের বাইরে। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এটিকে। কোচ আন্তেনিও লোপেজ হাবাসের সঙ্গে আগেই চুক্তি বাড়িয়ে নিয়েছিল তারা। এবার দলের দুই তারকাকেও ধরে রাখা হল।
সামনের মরশুমে মোহনবাগান–এটিকে মিশে গিয়ে একটাই দল আইএসএলে খেলবে। সেক্ষেত্রে এই দুই ফুটবলার দলে থাকলে সমর্থকরা খুশি হবেন। কর্তারা সেদিকটাও ভেবেছেন। দুই দলই এবারে দুই লিগ দুরন্ত ফর্মে। এটিকে কর্তারা মরশুম শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে নারাজ। তার আগেই দল গুছিয়ে নিচ্ছেন তঁারা। স্বদেশি ফুটবলারদের মধ্যে অনেকের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে। অনেকের সঙ্গে আবার দুই বা তিন বছরের চুক্তি রয়েছে। পরের মরশুমের জন্য ভাবনা–চিন্তা করে দলটাকে গুছিয়ে নিতে চাইছেন মোহনবাগান–এটিকে কর্তারা।