গতবছর বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর থেকেই একপ্রকার অজ্ঞাতবাসে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি কবে বাইশ গজে ফিরবেন, তা নিয়ে জল্পনা ৬ মাস পরেও অব্যাহত। এবার এই নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল সোমবার। কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব স্বয়ং সংশয় প্রকাশ করেছেন যে, তিনি খুব একটা নিশ্চিত নন, ধোনিকে ভারতের হয়ে ফের খেলতে দেখা যাবে কি না, তা নিয়ে। কপিল স্পষ্ট বলছেন, ‘এত দিন ধরে না খেলার পরে আচমকা প্রত্যাবর্তন ঘটানো সহজ নয়।’
ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ইংল্যান্ডে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর তাঁকে আর ভারতের হয়ে খেলতে দেখা যায়নি। এ ব্যাপারে পরিষ্কার করে কেউ কিছু বলছেনও না। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী যদিও মন্তব্য করেছেন, দারুণ একটা আইপিএল ফের ধোনিকে আলোচনায় নিয়ে আসতে পারে। তবে ধোনি নিজে খোলসা করে কিছু জানাননি, তাঁর কী পরিকল্পনা। এর মধ্যেই ভারতীয় বোর্ডের চুক্তিপত্র থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তার পরে আরও বেশি করে প্রশ্ন উঠেছে তাঁর ভবিষ্যৎ নিয়ে।
১৯৮৩-তে বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০১১-র বিশ্বজয়ী ভারত অধিনায়ক সম্পর্কে বলে ফেলছেন, ‘অনেক দিন ধরে ক্রিকেটের বাইরে থাকলে স্বমহিমায় ফিরে আসা কঠিন।’ তিনি আরও বলেন, ‘কিন্তু ধোনির হাতে এখনও আইপিএল রয়েছে। আইপিএলে ওর ফর্ম গুরুত্বপূর্ণ হতে পারে। নির্বাচকেরা নিশ্চয়ই দেশের জন্য যেটা ভাল সেটাই করবেন।’-