বাংলার মাটিতে অব্যাহত গেরুয়া সন্ত্রাস। এবার ঘটনাস্থল গোপীবল্লভপুর। সোমবার রাতে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের চর্চিতা গ্রামে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হল এক তৃণমূল কর্মীকে। ঘটনায় অভিযোগের তির উঠল গেরুয়া শিবিরের দিকে।
গুরুতর জখম ওই তৃণমূল কর্মীর নাম চন্দন দে। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, এ দিন সন্ধ্যায় চর্চিতা গ্রামে যন্ত্র সঙ্গীতের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর তিরিশের চন্দন। ফাঁকা রাস্তা দিয়ে অনুষ্ঠান মঞ্চের দিকে যাওয়ার সময় আচমকাই দুষ্কৃতীরা চন্দনকে রাস্তায় ফেলে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। চন্দনের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দলটি। গ্রামের মানুষ চন্দনকে রক্তাক্ত অবস্থায় তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ বলেন, “ওই যুবকের উপর হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। যাদের নাম জড়িত বলে ভাবা হচ্ছে তারা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।”