বিজেপি নেতারা সবসময়েই বিরোধীদের উদ্দেশ্যে কুমন্তব্য করে থাকেন। এবার তার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি নেতা মুকুল রায় ও দিলীপ ঘোষকে একহাত নিলেন তিনি। ‘দিলীপ ঘোষের মতোই বদ্ধ উন্মাদ মুকুল’, এমনটাই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী আরও বলেন, “মুকুল দাকে অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে জানতাম। কিন্তু এখন দেখছি দিলীপ ঘোষের মতো মুকুল বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে মুকুল বুঝতে পারবেন বিজেপি দুই অঙ্কের সংখ্যায় পৌঁছাবে না।”
কিছুদিন আগে সিএএ বিরোধিতায় পথে নেমে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ষাঁড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালিদাস বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মোদী সরকারের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, নিজেদের গচ্ছিত টাকা ব্যাংকে রেখেও শান্তি পাবেন না সাধারণ মানুষ। পাশাপাশি এলআইসি বিলগ্নীকরন করা হয়েছে এয়ার ইন্ডিয়া দেশ ছেড়ে চলে যাচ্ছে। মোদী এখন কালিদাস হয়ে গিয়েছে বলেও তোপ দাগেন জ্যোতিপ্রিয় মল্লিক।
নাগরিকত্ব বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় সরব হয়েছে গোটা দেশ। একের পর এক পুড়িয়ে দেওয়া হয়েছে বাস, ট্রেন। নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।