টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করেছে ভারত। সামনেই ওয়ানডে সিরিজ। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। পায়ের চোটের কারণে কিউয়িদের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। রবিবার মাউন্ট মাউঙ্গানুইতে শেষ টি-২০ ম্যাচে ব্যাট করার সময় পায়ের কাফ মাসলে চোট পান তিনি।
সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে এক কর্তা জানান, ‘রোহিত বাকি সফর থেকে ছিটকে গিয়েছে। আপাতত ওর চোটের অবস্থা খুব একটা ভাল না। দলের ফিজিও ওর পরীক্ষানিরীক্ষা করছে। ফিজিওই বলতে পারবেন রোহিতের চোটের অবস্থা কতটা গুরুতর। তবে বাকি সিরিজে ও আর খেলবে না।’
রোহিতের বদলে ওয়ানডে দলে ডাক পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একইভাবে দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই ঘোষণা করা হবে না। জয় শাহ ও কোষাধ্যক্ষ অরুণ ধুমল ইতিমধ্যেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন। এদিকে জানা গেছে, টেস্টে দলে ফিরতে পারেন লোকেশ রাহুল, পৃথ্বী শ ও শুভমান গিলও।
উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়াও। আগেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর শনিবার টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান হার্দিক। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফিজিও আশিস কৌশিকের সঙ্গে তিনি লন্ডনে গিয়েছেন। সেখানে স্পাইনাল সার্জেন জেমস অ্যালিবোনের কাছে চিকিৎসা করাবেন তিনি।’ উল্লেখ্য, গত মাসে পিঠের চোট সারিয়ে ফেরার পর ফিটনেস টেস্টে ফেল করেন পান্ডিয়া।