কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের বিস্ফোরক অভিযোগ। অরবিন্দ কেজরিওয়াল যে একজন ‘সন্ত্রাসবাদী’ তার যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে। যা দিল্লীর বিধানসভা নির্বাচনের আগে নতুন তরজার জন্ম দিয়েছে। খোদ দিল্লীর মুখ্যমন্ত্রীকেই বিজেপির তরফে ‘জঙ্গী’ বলায় স্তম্ভিত নেটিজেনরাও।
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর অভিযোগ, ‘কেজরিওয়াল নিজের নিরীহ মুখ বানিয়ে জিজ্ঞেস করছেন উনি সন্ত্রাসবাদী কিনা। হ্যাঁ আপনি একজন সন্ত্রাসবাদী, এর স্বপক্ষে প্রচুর প্রমাণ রয়েছে। আপনি নিজেই বলেছিলেন আপনি একজন নৈরাজ্যবাদী। একজন নৈরাজ্যবাদী আর একজন সন্ত্রাসবাদীর মধ্যে খুব বেশি পার্থক্য নেই।’ এদিনই কয়েকঘণ্টা আগে বিজেপি প্রার্থী কপিল শর্মাকে বলতে শোনা গিয়েছিল, আম আদমি পার্টির নাম মুসলিম লিগ করে দেওয়া উচিত। গতকাল আবার যোগী আদিত্যনাথ বলেছেন, ‘কেউ মুখের কথায় না মানলে গুলিতে তো মেনেই নেবেন’। যা উস্কানিমূলক বক্তব্য বলে অভিযোগ বিরোধীদের। বস্তুত দিল্লী নির্বাচনের পুরো সময়টাই মুখ দিয়ে রীতিমতো বিষ উগড়েছেন বিজেপি নেতারা। বেশিরভাগ সময়ই তাদের নিশানায় থেকেছে শাহিনবাগ।
ধর্ষণের ভয় দেখানো থেকে শুরু করে দিল্লী মিনি-পাকিস্তান হয়ে যাবে। এমন সব কথা শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে। এক কদম এগিয়ে গুলি চালানোর নিদান দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অন্যান্য নেতারা। এই অবস্থায় আক্রমণের ঝাঁজ কমানোর বদলে বাড়িয়েই চলেছে বিজেপি।
এই প্রসঙ্গেই বলে রাখা যায়, গত দু’দিন দিল্লীতে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছিলেন হিন্দুত্বের পোস্টারবয় যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি কেজরিওয়ালের সঙ্গে পাক সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে অভিযোগ করেন। পরোক্ষে শাহিনবাগের আন্দোলনকারীদের ‘সন্ত্রাসবাসী’ বলে আখ্যা দেন। বলেন, ‘কেজরিওয়াল ওদের বিরিয়ানি খাওয়ান, আর আমরা গুলি খাওয়াই।’