গোবরডাঙার নকপুলে কর্মতীর্থ নির্মাণ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা। এবার সিএএ বিরোধিতায় পথে নেমে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ষাঁড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালিদাস বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মোদী সরকারের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, নিজেদের গচ্ছিত টাকা ব্যাংকে রেখেও শান্তি পাবেন না সাধারণ মানুষ। পাশাপাশি এলআইসি বিলগ্নীকরন করা হয়েছে এয়ার ইন্ডিয়া দেশ ছেড়ে চলে যাচ্ছে। মোদী এখন কালিদাস হয়ে গিয়েছে বলেও তোপ দাগেই জ্যোতিপ্রিয় মল্লিক।
পাশাপাশি তিনি জানান, মানুষকে নাগরিকত্ব বিল কি তা বোঝাতে বাড়ি বাড়ি যাওয়া হবে। শুধু তাই নয়, মোদী সরকার যে বাজেট পেশ করেছে তাতে কতটা ক্ষতি হবে একজন সাধারণ মানুষের তাও বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে।
অন্যদিকে, সামনেই পুরনির্বাচন। রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে দল উন্নয়ন নিয়েই লড়াই করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি হিংসার খেলা খেলছে। কিন্তু আমরা তা করিনা। পাশাপাশি দীলিপ ঘোষ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন “দীলিপ একটা পাগল। ওর বিরূদ্ধে এফআইআর করা উচিত”।