১০ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশকিছু সিদ্ধান্তে এ দিন সীলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, পরিবহণ, নগরোন্নয়ন আর কলকাতা ও দুর্গাপুর পুরসভায় প্রায় ৪০০ পদে নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষকদের বদলি নিয়েও সরকারি সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের শিক্ষকরা এ বার থেকে নিজের জেলাতেই পোস্টিং পাবেন। প্রশাসনিক সেই সিদ্ধান্ত সোমবার সীলমোহর পেল মন্ত্রিসভার বৈঠকে।
রাজ্য সরকার বনাম রাজভবনের তুমুল সংঘাতের আবহেই আগামী ৭ ফেব্রুয়ারি, শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দিয়েই এই অধিবেশন শুরু হয়। সোমবার রাজ্যপাল বিবৃতি দিয়ে বিধানসভার অধিবেশন ডাকেন। সদস্যদের ৭ ফ্রেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ উপস্থিত থাকতে বলেছেন তিনি।
বিধানসভার বাজেট অধিবেশনের আগে রবিবার বিকেলে হঠাৎ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে পার্থ দাবি করলেও বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন নিয়েও রাজ্যপালের সঙ্গে যে তাঁর কথা হয়েছে, সেই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী।