এয়ার ইন্ডিয়া, রেলের পর এবার ভারতীয় জীবন বিমা নিগমে(এলআইসি) বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছে মোদী সরকার। শনিবার বাজেট ঘোষণার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিয়েছেন, এবার এলআইসিতে কেন্দ্রের হাতে থাকা অংশীদারির একাংশ বিক্রি করবে সরকার। বাজারে আনা হবে (আইপিও) রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থাটির শেয়ার। এই ঘোষণার বিরুদ্ধে ওদিনই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিমা কর্মীরা। আপত্তি তুলেছিল আরএসএস ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘও। আর রবিবার সংস্থাটির কর্মীরা জানালেন, সোমবার থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদে নামছেন তাঁরা। এই নিয়ে সরব বিরোধীরাও। এবার মুখ খুললেন আব্দুল মান্নান। তিনি জানালেন কেন্দ্রের এই পদক্ষেপে এলআইসির ওপর আস্থা হারাবেন সাধারণ মানুষ।
দিশাহীন বাজেট। মানুষ এলআইসির ওপর থেকে ভরসা হারাবে।’ এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা। নির্মলা সীতারমণের বাজেট পেশের পরেই বিস্ফোরক প্রতিক্রিয়া দেন আব্দুল মান্নান। তিনি বলেন, কেন্দ্রীয় বাজেট যা হয়েছে তা দিশাহীন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দিশাহীন অবস্থায় রয়েছেন বলেই এই বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা দেখাতে পারেনি এই বাজেট, বলেও দাবি করেন তিনি।
এও বলেন, এলআইসির ওপরে এবার কোপ পড়েছে। সাধারণ মানুষের এলআইসির ওপরে ভরসা ছিল সেই ভরসা এবার চলে যাবে, বলেও দাবি করেন বিরোধী দলনেতা।