নির্বাচন কমিশনও তাঁকে সতর্ক করতে পারেনি৷ আবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কপিল মিশ্র৷ এবার তিনি আপের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলেন৷ সোমবার বিজেপি নেতা টুইটে বলেন, আপের নতুন নাম হওয়া উচিত মুসলিম লিগ৷ ওমর খালিদ, আফজাল গুরু, বুরহান ওয়ানি এবং যাদের নাম সন্ত্রাসবাদী তালিকায় যুক্ত, তাদের বাবাও যোগী আদিত্যনাথকে ভয় পায়৷
এর আগে বিতর্কিত মন্তব্যের জন্য আগেই নির্বাচন কমিশন তাঁর ৪৮ ঘণ্টা প্রচার নিষিদ্ধ করে৷ তারপর প্রচারে নেমেই আবার বিতর্কে জড়ালেন৷ আগে একটি টুইট করে কপিল মিশ্র বলেছিলেন, দিল্লীর বিধানসভা নির্বাচন আসলে ভারত-পাকিস্তান সংঘর্ষের স্বরূপ।
সেইসঙ্গে তিনি আরও বলেন, ” দিল্লীর শাহিনবাগ, চন্দবাগ, ইন্দ্রলোকের মতো জায়গাগুলি মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। এইসব এলাকায় পাকিস্তানিরা এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে”। এরপরেই কপিল মিশ্রর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় আম আদমি পার্টি। এরপর ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়ার জন্য কপিল শর্মার কাছে নোটিশ পাঠান হয়।