এনআরসি ও সিএএ নিয়ে বিরোধিতার মধ্যেই ফের ভাঙন গেরুয়া শিবিরে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ২০০০ বিজেপি সমর্থক যোগ দিলেন তৃণমূলে।
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন ওইসব বিজেপি সমর্থকরা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন সন্দেশখালি বিধানসভার মণিপুর অঞ্চল বিজেপির মণ্ডল সভাপতি অসীম মণ্ডল। তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দেন ওই বিপুল সংখ্যক বিজেপি কর্মী। জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন।
তৃণমূলে যোগদানের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, সন্দেশখালি ব্লক তৃণমূল সভাপতি শেখ শাজাহান-সহ এলাকার অন্যান্য নেতারা।
উল্লেখ্য, লোকসভা ভোটে বাংলা থেকে ১৮ আসন জিতলেও ধীরে ধীরে পায়ের তলার মাটি আলগা হচ্ছে বিজেপির। বিশেষ করে সিএএ, এনপিআর এবং এনআরসি-র ফলে গেরুয়া শিবির বঙ্গে নিজেদের জায়গা হারাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।