গতকাল নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে এক অনন্য নজির গড়ল বিরাট বাহিনী। এই প্রথম কোনও দেশ কোনও টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ফলে জিতল। স্বভাবতই এই কৃতিত্বে খুশি ভারতীয় ক্রিকেটমহল। এই জয়ের পর দলের প্রতি বিরাট কোহলির বার্তা, ‘বিশ্ব ক্রিকেট শাসন করতে গেলে সব ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে’।
রবিবার নিউজিল্যান্ডকে সাত রানে হারিয়ে দেয় ভারত। শেষ ম্যাচে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। কোহলির পর দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। কিন্তু রোহিতও পায়ে চোট পান। মাঠ থেকে বাইরে বেরিয়ে যান। তারপর ম্যাচের হাল ধরেন এল কে রাহুল।
কেন উইলিয়ামসনের দলকে ৫-০ উড়িয়ে দেওয়ার পরে কোহলি বলেছেন, ‘‘আমরা চাই সবাই যেন নিজের নিজের সেরাটা রোজ মাঠে দিতে পারে। ছেলেদের সামনে লক্ষ্যটা স্থির করে দিতে হয়। তার পরে সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রস্তুতি নিতে হয়। দলের সবাই সেটা বুঝেছে”।
এই সাফল্যে দেশের প্রাক্তন ক্রিকেটাররাও মুগ্ধ। যুবরাজ টুইট করেছেন, ‘‘অবিশ্বাস্য কীর্তি। দারুণ পারফরম্যান্স, টিম ইন্ডিয়া। অভিনন্দন। পার্টি তো দিতেই হবে।’’ সহবাগ টুইট করেছেন, ‘‘৪ বলে ২ রান হোক, কী ৩ ওভারে ১৮ কী ৯ ওভারে ৫৭— নিউজিল্যান্ডের সামনে পরিস্থিতিটা যত সহজই হোক না কেন, ভারত কখনও হাল ছাড়েনি। অভিনন্দন।’’
ভারতের কাছে পরাজয়ের পরে কাঠগড়ায় তোলা হয়েছে কেন উইলিয়ামসনকে। কিন্তু নিউজিল্যান্ড অধিনায়কের পাশে দাঁড়িয়ে কোহলি বলেছেন, ‘‘আমার আর কেনের মানসিকতাটা অনেকটা এক রকম। দর্শন এক রকম। এটা খুবই বিস্ময়কর যে, দু’জনে বিশ্বের দু’জায়গার মানুষ হওয়া সত্ত্বেও আমাদের ভাবনা চিন্তাটা এক রকমের।’’