জীবনবিমায় সরকারি শেয়ার আংশিক বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বিক্রি করা হবে আইডিবিআইয়ের শেয়ারও। এই সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে একহাত নিয়েছেন তিনি।
শনিবার দুপুরে বাজেট পেশের পর টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রাচীন এবং গর্বের সরকারি সংস্থাগুলিকে এইভাবে ধ্বংস করার সিদ্ধান্ত দেখে আমি হতবাক এবং স্তম্ভিত। এই সিদ্ধান্তের মানে হল সুরক্ষার বিনাশ। তাহলে কি এটা একটা যুগের অবসান হতে চলেছে?’ এই প্রশ্ন তুলেই কেন্দ্রীয় সরকারের এলআইসি নিয়ে সিদ্ধান্তকে তুলোধনা করেছেন তিনি।
উল্লেখ্য, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল এলআইসি। তার অংশীদারিত্ব বেচে দেওয়ার ঘোষণার পরেই এলআইসির হাউসিং ফাইনান্সের শেয়ারমূল্য পাঁচ শতাংশ বেড়ে গিয়েছে। যদিও কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে এলআইসি’র তা জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে বিমা সংস্থা নিয়ে এই ঘোষণার পর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। কর্মীরা বড়সড় আন্দোলনে যাওয়ার কথাও ঘোষণা করেছেন।