সংসদে সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু, এদিন বাজেট পেশ হওয়ার পরও শেয়ার বাজারে কোনও ধরনের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বাজেট পেশ শেষ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেনসেক্সের সূচক ৭০০ পয়েন্ট নীচে রয়েছে। বাজেটে আগামী অর্থবর্ষে সরকার আয়করে বড় ছাড় ঘোষণা করা সত্ত্বেও শেয়ার বাজারে পতনের হার অব্যাহত। বস্তুত বাজেটের দিন সকাল থেকেই শেয়ার বাজারের সূচক নিম্নমুখীই ছিল। বাজেট পেশ শুরু হওয়ার পর কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা যায় সেটা। কিন্তু গড়পরতা দুপুর পর্যন্ত ঝিমুনি চলতেই থাকে।
সকাল সাড়ে ১০টা নাগাদ ৮৪.১২ পয়েন্ট এগিয়ে ৪০,৮০৭.৬১-এ ছিল সেনসেক্স। অন্যদিকে নিফটি ৬৫ পয়েন্ট নেমে ১১,৯৬৯-এ ছিল। বাজেট পেশ হওয়ার আগের মুহূর্তেই ১৩৮ পয়েন্ট উঠে যায়। কিন্তু দুপুর সাড়ে ১১টার পর থেকেই লাগাতার পতনের মুখ দেখা শুরু করে সেনসেক্স। মূলত বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেইনের ওপর কর প্রত্যাহার না করার কারণে শেয়ার বাজারের হতাশা স্পষ্ট দেখা মেলে। ক্রমশ সকাল গড়িয়ে দুপুর হতে হতে বাজেট থেকে শেয়ার বাজারের হতাশা সাফ হয়ে যায়। সেনসেক্স ৭০০ পয়েন্ট পড়ে গিয়ে ৪০,১৩২-এ নেমে যায়।
নির্মলার বাজেট পেশ শেষ হতে না হতেই আরও ক্ষতির মুখ দেখা শুরু করে বাজার। ৭০০-র বেশি পয়েন্ট নেমে যায় সেনসেক্স। নিফটিও নেমেছে ৩০০ পয়েন্টের বেশি।