দেশের ধসে পড়া অর্থনীতি চাঙ্গা করতে একগুচ্ছ আশার বাণী শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিল্প এবং বাণিজ্যে ২৭৩০০ কোটি টাকা বরাদ্দের কথা শনিবার সংসদে বাজেটে ঘোষণা করলেন তিনি।
বহি খাতা খুলে বাজেট নথি পড়া শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নির্মলা সীতারমণ ৷ আগামী অর্থবর্ষের জন্য বাজেটের শুরুতেই অর্থমন্ত্রীর দাবি ৷ ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এই বাজেট ৷ অর্থনীতির বুনিয়াদ অনেক মজবুত ৷ গত দুবছরে আরও ৬০ লাখ নতুন করদাতা তৈরি হয়েছে দেশে ৷ জিএসটি আদায়ে ১৫ লাখ করদাতা যুক্ত হয়েছেন ৷ কর দেওয়ার পদ্ধতি এখন আগের থেকে অনেক সরল ৷ এপ্রিল থেকেই চালু হবে আরও সরল জিএসটি ব্যবস্থা ৷ আরও সহজ করা হচ্ছে জিএসটি-এর নতুন আবেদনপত্র ৷ এই অর্থবর্ষে মোট ৪০ কোটি জিএসটি রিটার্ন ফাইল হয়েছে।
নির্মলার আরও ঘোষণা, ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স সেল তৈরি হবে কেন্দ্র এবং রাজ্যগুলিতে। ভারত সব সময় নব শিল্পোদ্যগীদের উৎসাহ দিয়ে এসেছে। বিনিয়োগ খাতে আগামী পাঁচ বছরে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র। বিদ্যুৎ এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি খাতে ২২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদী তীরবর্তী স্থানগুলিকে অর্থনৈতিকভাবে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১০৩ লক্ষ কোটি জাতীয় ইনফ্রা পাইপলাইনের সূচনা হয়েছে। প্রতিটি জেলায় রপ্তানি কেন্দ্র তৈরি করা হবে। রপ্তানিকারীদের জন্য ডিজিটাল রিফান্ড অফ ডিউটি আনছে কেন্দ্র। জলজীবন মিশনের জন্য ১১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২৩০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারের ঋণ কমেছে সাড়ে ৩.৫ শতাংশ। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত ৷ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১১৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০১৮-১৯-এ এসে দাঁড়িয়েছে ২৮৪ বিলিয়ন ডলার ৷ কেন্দ্র সরকারের ঋণের বোঝা কমেছে ৷ একইসঙ্গে উজালা প্রজেক্টে এবার পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারে আরও জোর দেওয়া হবে ৷