গতকাল এক বছর পূর্ণ হল কৃষকবন্ধু প্রকল্পের। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে উপকৃত হলেন ৪১ লক্ষ কৃষক। এই প্রকল্পের নিশ্চিত আয় স্কিমে টাকা পেয়েছেন কৃষকেরা। এছাড়া এই প্রকল্পে মৃত্যুজনিত কারণে কৃষকদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে ২৫ হাজার কৃষক পরিবার ওই টাকা পেয়েছে। এই ক্ষেত্রে সরকারের খরচ হয়েছে ৫০ লক্ষ টাকা। মমতার এই প্রকল্পের ফলে বাংলা কৃষি ক্ষেত্রে অনেক এগিয়েছে।
গত বছর ৩০ জানুয়ারি রামপুরহাটে পাঁচজন কৃষকের হাতে চেক তুলে দিয়ে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যেপাধ্যায়। এদিন এক বছর পূর্ণ হওয়ার পর দেখা গিয়েছে, কৃষকবন্ধু প্রকল্পের চেক পেয়েছেন ৪১ লক্ষ কৃষক। এই কৃষকেরা প্রথম কিস্তির আড়াই হাজার টাকা পেয়ে গিয়েছেন। এর মধ্যে ন’লক্ষ কৃষক দ্বিতীয় কিস্তিরও চেক পেয়েছেন। আবেদনকারী বাকি কৃষকদের চেক দেওয়ার কর্মসূচি চলছে বলে কৃষিদফতর সূত্রের খবর।
খরিফ ও বোরো-রবি চাষের জন্য কৃষকদের আর্থিক সুবিধা দিতে দু’দফায় আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা। পরে কেন্দ্রীয় সরকারও অনুরূপ প্রকল্প ঘোষণা করে। কিন্তু সেই প্রকল্পের কিছু শর্ত নবান্ন মানতে চায়নি বলে তা রাজ্যে চালু হয়নি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর কৃষকবন্ধু নামে একটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। এর জন্য রাজ্য সরকারের খরচ হল ৫৬০ কোটি টাকা।