গত বার নিউজিল্যান্ডে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরে ফিরতে হয়েছিল ভারতকে। আজ, বুধবার হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ জিততে পারলেই টি-টোয়েন্টি সিরিজ চলে যাবে বিরাট কোহলির দখলে। তার আগে মঙ্গলবার, নেটে নতুন ধরনের ফিল্ডিং অনুশীলনে ডুবে থাকতে দেখা গেল ভারতীয় ফিল্ডারদের।
ইদানীং ভারতীয় দলের নেট প্র্যাক্টিসে নানা ধরনের ফিল্ডিং ড্রিল দেখা গিয়েছে। গত বছর যেমন দেখা গিয়েছিল, ‘তাড়া করে আমায় ধরো’ ড্রিল। যেখানে এক দল ক্রিকেটারের পিছনে তাড়া করছে অন্য এক দল। সেই অবস্থায় চলছে ফিল্ডিং অনুশীলন। বলা হয়েছে, এই অনুশীলনের মাধ্যমে চাপের মুখে ফিল্ডিং করা রপ্ত করেছেন ভারতীয় ফিল্ডাররা। হ্যামিল্টনের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সে রকমই চাপের মুখে ফিল্ডিং অনুশীলন করলেন রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মারা। যে অনুশীলনের মূলমন্ত্র ছিল এক হাতে ক্যাচ ধরা।
গতকাল ঐচ্ছিক অনুশীলন বলে এ দিন নেট প্র্যাক্টিসে দেখা যায়নি বিরাট কোহলি, কে এল রাহুল, মহম্মদ শামিদের। কিন্তু যাঁরা ছিলেন, তাঁদের দেখা যায় নতুন ধরনের ফিল্ডিং প্র্যাক্টিসে। ‘এক হাতে ক্যাচ ধরা’র অনুশীলন। ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইট করা ভিডিয়োয় এই প্র্যাক্টিস দেখা গিয়েছে। যেখানে এক জন ক্রিকেটার অন্য জনের দিকে শূন্যে বল ছুড়ে দিচ্ছেন। আর সেই ক্রিকেটারকে এক হাতে ক্যাচ ধরতে হচ্ছে। ক্যাচ ধরে আবার তিনি ছুড়ে দিচ্ছেন অন্য এক জনের দিকে। সেই ফিল্ডারকে আবার এক হাতেই ক্যাচ নিতে হবে। এর মাঝে দেখা যাচ্ছে আরও কয়েক জন ক্রিকেটার বল ছোড়ায় বাধা দিচ্ছেন। চেষ্টা করছেন বল কেড়ে নেওয়ার।
উল্লেখ্য আজ সিরিজ জয়ের পাশাপাশি একটি ব্যক্তিগত মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন কোহলি। আর মাত্র ২৫ রান করলেই মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে যাবেন ভারত অধিনায়ক। কী সেই রেকর্ড? টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার তালিকায় ধোনির (১,১১২) পরেই চার নম্বরে আছেন কোহলি। এই তালিকায় এক এবং দু’নম্বরে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি (১,২৭৩) এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (১,১৪৮) ।