দেশজুড়ে অশান্তি ছড়াচ্ছে মোদী সরকার। বিজেপি শাসিত রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উৎপীড়ন করছে পুলিশ। এর এবং সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে ‘গান্ধী শান্তি যাত্রা’র ডাক দিয়েছিলেন একসময়কার বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহ। সেখান থেকেই যশবন্তের হুঙ্কার, ‘সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে আরও একবার মহাত্মা গান্ধীকে হত্যা করতে দেব না।’
প্রসঙ্গত, রবিবার উত্তরপ্রদেশের সাইফাই গ্রামে ৭১তম সাধারণতন্ত্র দিবসে প্রাক্তন বিজেপি নেতার নেতৃত্বে ‘গান্ধী শান্তি যাত্রা’ পালিত হয়। যাত্রাশেষে আয়োজিত সভায় যশবন্ত সিং গান্ধিজীকে নিয়ে ভাষণ দেন। সেখানেই তিনি বলেন, গান্ধিজী দেশবাসীর কাছে শান্তির বার্তা দিয়ে এসেছেন। তিনি ভীষণভাবে হিংসার বিপক্ষে ছিলেন। যশবন্তের মতে, এখন যদি সম্প্রদায়ের কথা তুলে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয়, তাহলে এর মাধ্যমে গান্ধিজীকে আবারও হত্যা করা হবে। আর সেটা তিনি হতে দেবেন না।