সিএএ ও এনআরসি নিয়ে প্রথম থেকেই রাস্তায় নেমেছে বলিউড। ফারহান আখতার থেকে নাসিরুদ্দিন শাহ, অনুরাগ কাশ্যপ থেকে তাপসী পান্নু, স্বরা ভাস্কর থেকে মহেশ ভাট সহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালকরাই এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। এবার সিএএ-এনআরসি প্রসঙ্গে বক্তব্য রাখলেন অভিনেত্রী-পরিচালক পূজা ভাট।
দীর্ঘদিন চুপ থাকার পর নীরবতা ভেঙে বিস্ফোরক বক্তব্য রেখেছেন পূজা। যদিও তাঁর বাবা মহেশ ভাট মুম্বইতে সিএএ বিরোধী আন্দোলনে পথে নেমে বারবার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু পূজাকে বিগত বেশ কিছু দিন ধরে দেখা যায়নি এই বিষয় নিয়ে মুখ খুলতে। তবে এদিন তিনি জানিয়েছেন, ‘বর্তমানের কেন্দ্রীয় সরকার আমাদের একজায়গায় নিয়ে এসেছ।’
বলিউডে স্পষ্টবাদী হিসাবে পরিচিত পূজা সিএএ ও এনআরসি প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা চুপ করে থাকলে প্রাণে বাঁচব না। আর কেন্দ্রীয় সরকারও চুপ করেই থাকবে কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। বর্তমানের কেন্দ্রীয় সরকার কিন্তু সমস্ত বিরোধীদের একজায়গায় নিয়ে এসেছে। ছাত্র-যুব সমাজ তাদের কথা বলছে, তাই এবার আমাদেরও গলা ছেড়ে চিৎকার করতে হবে। আমাদের কিন্তু থেমে গেলে চলবে না, আরও জোরে চিৎকার করতে হবে। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ প্রকৃত দেশপ্রেমের পরিচয়।’
তিনি আরও জানান, ‘আমি দেশের সমস্ত নেতাদের বলব ছাত্র-যুব সমাজের গর্জন শুনুন, তাঁদের দাবিগুলো মানুন। শাহিনবাগে যে মহিলারা প্রতিবাদ করছে কিংবা লখনউতে, তাঁদের কথাও শুনুন। আমি সাধারণ মানুষকে বলব আরও তীব্র স্বরে চিৎকার করতে। সিএএ ও এনআরসি সমর্থন করিনা কারণ এটা আমাদের ঘর ভেঙে দেবে।’