কুকথা যেন কোনওভাবেই থামছে না বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বসলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কালনাগিনী’ বলে কটাক্ষ তাঁর। তিনি আরও বলেন মেরে তৃণমূলের চামড়া গুটিয়ে নেব, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেব। বিজেপি সাংসদের মন্তব্যে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়।
সোমবার বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। সেখানেই তিনি বলেন, ‘শাসকদল পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট করাতে চাইলে, বিজেপি মেরে চামড়া গুটিয়ে দেবে। পুলিশ শাসকদলকে সাহায্য করলে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে।’
এখানেই শেষ নয়। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন সৌমিত্র। নাগরিকত্ব আইনের সমর্থনে বাঁকুড়ার ওন্দায় বিজেপির মিছিলে নেতৃত্ব দেন তিনি। সেখানেই বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কালনাগিনী। মুখ্যমন্ত্রী যাঁকে খায় তিনি মারা যান। পশ্চিমবাংলার মানুষকে মুখ্যমন্ত্রী যখন ধরেছেন তখনই শেষ করেছেন।
এর আগেও কুমন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। গত ১৯ জানুয়ারি সিএএ-র সমর্থনে বসিরহাটের সভা থেকে বুদ্ধিজীবীদের আক্রমণ করেছিলেন তিনি। বলেছিলেন, “যারা নিজেদের বুদ্ধিজীবী বলে রাস্তায় নামছেন, তাঁরা আদতে বুদ্ধিজীবী নন। তাঁদের বলছি, আপনারা শয়তান। যাঁরা শিক্ষক, তাঁরাই আদতে বুদ্ধিজীবী।”