গতকাল ৭১তম সাধারণতন্ত্র দিবসের মঞ্চে সঙ্গীতশিল্পী আদনান সামিকে পদ্মশ্রী সম্মান দেওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছিল। সেই ঘটনায় জল ঢালতে এবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করে বসল বিজেপি নেতা সম্বিত পাত্র। সোমবার সাংবাদিক বৈঠকে এই বিজেপি নেতা বলেন, ‘সনিয়া গান্ধীর বাবাও হিটলারের বাহিনীর সদস্য ছিলেন। তাঁকে কেন ভারতে থাকতে দেওয়া হল?’
গতকাল কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, ‘এনআরসি-র পর কার্গিল যুদ্ধে লড়াই করা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মহম্মদ শানাউল্লাহকে বিদেশি ঘোষণা করা হল এবং আদনান সামি- যার পরিবার ভারতের বিরুদ্ধে লড়াই করেছিল, তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হল- এটাই বিজেপির চামচাগিরির ম্যাজিক।’ রীতিমত এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। এরপরই পাল্টা সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা সম্বিত পাত্র। বলেন, ‘সনিয়া গান্ধীর বাবাও তো হিটলারের বাহিনীর সদস্য ছিলেন।’ তাঁর প্রশ্ন, ‘ওঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া নিয়ে কংগ্রেসে কোনও প্রশ্ন উঠেছিল?’