পূর্ব আফগানিস্তানের গজনিতে এবার ভেঙে পড়ল যাত্রীবাহী একটি বিমান। জানা গেছে, ওই বিমানে ৮০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনও অবধি কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছেন- সে বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, গজনি প্রদেশে দেহ ইয়াক জেলার উপর ভেঙে পড়ে এই বিমান। দ্য আরিয়ানা আফগান বোয়িং ৭৩৭-৪০০ বিমানেই দুর্ঘটনাটি হয়েছে বলে সূত্রের আরও খবর।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই বিমানে ৮৩ জন যাত্রী ছিলেন। ওই সংবাদমাধ্যমেরই রিপোর্ট অনুযায়ী, সোমবার বেলা ১টা ১৫মিনিটেই যাত্রা শুরু করেছিল বিমানটি। ঠিক যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেই সাইটে তালিবানদের সদস্যরা রয়েছে বলে ওই স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। ভেঙে পড়া ওই বিমান থেকে এই মুহূর্তে ব্যাপক আগুন বেরোচ্ছে বলেও খবর।