ফের অশান্তি ভাটপাড়া এলাকায়। এবার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী গোপাল রাউতের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনায় অভিযোগের তির সেই গেরুয়া শিবিরের দিকেই। উল্লেখ্য, লোকসভা ভোটের সময় থেকেই সেই যে সন্ত্রাসের আগুন জ্বলছে ভাটপাড়ায় তা এখনও অব্যাহত।
এই ঘটনায় গোপালের অভিযোগ, “বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। আমি আগে অর্জুন সিংয়ের সঙ্গে ছিলাম। ভোটের সময়ও তাঁর সঙ্গেই থেকেছি। আগে যখন অর্জুন সিং তৃণমূল দল করতেন, তখন আমিও তাঁর সঙ্গে থেকেই তৃণমূল করেছি। কিন্তু, সাংসদ ভোটে উনি জেতার পর বুঝেছি, উনি নিজের ভালো ছাড়া আর কিছু বোঝে না। তাই আমি ওর সঙ্গ ছেঁড়ে ফের পুরনো দল তৃণমূলে ফিরে এসেছি। সেই শত্রুতা থেকেই আমার বাড়িতে হামলা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের পুলিশ অবিলম্বে গ্রেফতার করুক।”
সূত্রের খবর, কাঁকিনাড়া বাজার এলাকায় নিজের বাড়িতে সপরিবারে ঘুমাছিলেন তৃণমূল কর্মী গোপাল রাউত। রবিবার ভোরবেলার দিকে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বোমার শব্দে কেঁপে ওঠে তাঁর বাড়ি। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে ওই তৃণমূল কর্মী দেখেন, বাড়ির গেটের সামনে কালো ধোঁয়া, দুষ্কৃতীরা ততক্ষনে পালিয়ে গিয়েছে।