বিশ্বের প্রথম দল হিসেবে ৫ লাখ টেস্ট রানের বিরল রেকর্ড গড়ল ইংল্যান্ড। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্ট চলাকালীন এই নয়া নজির গড়ল ইংল্যান্ড ক্রিকেট টিম। গতবছর বিশ্বকাপ জিতেছিল এই দল।
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে পরপর দুটো টেস্ট জিতে পালটা ফাফ ডু’প্লেসির দলকে পিছনে ফেলে দিয়েছেন জো রুটরা। বিশ্ব ক্রিকেটের টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে ইংল্যান্ড। প্রসঙ্গত, ‘জেন্টলম্যানস গেম’ প্রথম চালু ব্রিটিশ রাজের সময়ই। এখনও পর্যন্ত ১০২২টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ব্যাগি গ্রিন’রা এখনও পর্যন্ত ৮৩০টি টেস্ট খেলে ৪ লাখ ৩২ হাজার ৭০৬ রান করেছে।
তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। যারা ৫৪০টি টেস্টে ২ লাখ ৩৭ হাজার ৫১৮ রান করেছে। প্রসঙ্গত, ICC টেস্ট তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে বিরাট কোহলির ভারত।