নেতা-মন্ত্রীদের ফোনে ফের আড়িপাতার অভিযোগ। এবার শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে সহ মহারাষ্ট্রের একাধিক নেতার ফোনে আড়িপাতার অভিযোগ তুলল এনসিপি, শিবসেনা। আবারও অভিযোগের আঙুল বিজেপির দিকে। তদন্ত হবে বলে হুঁশিয়াারি মহারাষ্ট্র সরকারের।
ফোনে আড়িপাতার অভিযোগে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, এনসিপির অনিল দেশমুখের চাঞ্চল্যকর অভিযোগ, শিবসেনা, এনসিপি, কংগ্রেস মিলে যখন সরকার গড়তে তৎপর, সেই সময় বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ, সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে, নিয়মিত বিরোধী নেতাদের ফোনে ট্যাপ করেন। বিতর্কে ঘি ঢেলেছে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের অভিযোগ।
এর আগে কংগ্রেসের দিগ্বিজয় সিং, মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগে সরব হন। বিজেপি অবশ্য বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার ফের সেই বিজেপির বিরুদ্ধেই অভিযোগ। এনসিপি-শিবসেনা-কংগ্রেসের জোট সরকারের হুঁশিয়ারি, এবার তদন্তও হবে।