আগামীকাল প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। বিমানবন্দর থেকে রেল স্টেশন, সর্বত্র কড়াকড়ির ছাপ স্পষ্ট। শহরের যে গুরুত্বপূর্ণ ভবনগুলি যথা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফোর্ট উইলিয়াম, সেগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
তবে, পাখির চোখের মতো করে দেখা হচ্ছে কলকাতার রেড রোডের কুচকাওয়াজকে। সেই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য তাই শনিবার পরিদর্শনে নেমেছিলেন কলকাতার পুলিশ। উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ অফিসারেরাও।
লালবাজার সূত্রের খবর, রবিবার কলকাতার রেড রোডে মোতায়েন থাকবে চার হাজার পুলিশ কর্মী। এছাড়াও মোতায়েন থাকবে কমব্যাট ফোর্স, মোর্চা ফোর্স। প্রতিটি মেট্রো স্টেশনে থাকছে পুলিশের বাড়তি নজরদারি। থাকছে ১০টি বাঙ্কার, ১০ ওয়াচটাওয়ার, ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। থাকছে কলকাতা পুলশের স্নিফার ডগও। বন্ধ করে দেওয়া হবে একাধিক রাস্তাও। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের রাস্তা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।