স্বপ্ন দেখা ভালো, স্বপ্নে থাকাও ভালো। কারণ, স্বপ্ন সত্যি হয়। দু-বছর আগেও ফুচকা বিক্রি করেছে, তার কাছে কোটি টাকা দূর অস্ত, লাখ টাকার স্বপ্ন দেখতেও দুঃসাহস লাগে। কিন্তু, ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেট ঘিরে স্বপ্ন দেখে, আজ সেই যশস্বী জয়সওয়াল আক্ষরিক অর্থেই কোটিপতি।
কলকাতায় আইপিএলের নিলামে প্রতিশ্রুতিমান এই ভারতীয় ক্রিকেটারকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনল রাজস্থান রয়্যালস। যশস্বী আইপিএলে দল পাওয়ায় উচ্ছ্বসিত কিংস ইলেভেন পঞ্জবের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। প্রীতির ট্যুইট, ‘দু-বছর আগে বাঁচার তাগিদে তাঁকে ফুচকা বিক্রি করতে হয়েছে। প্রতিশ্রুতিমান এই ক্রিকেটার বিক্রি হয়েছে ২.৪০ কোটি টাকায়। আইপিএল এমন এক মঞ্চ, যেখানে স্বপ্ন সত্যি হতে পারে!’
ছোটবেলাতেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন যশস্বী। সেখানে থাকার জায়গা ছিল না। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের মাঠকর্মীদের সঙ্গে তাঁবুতেই থাকতেন। অগত্যা কাঙ্ক্ষিত স্বপ্ন ছুঁতে নির্দ্বিধায় ফুচকা বিক্রি শুরু করেন।
মাত্র ১৭ বছর ১৯২ দিন বয়সে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেন এই বাঁ’হাতি ওপেনার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম বয়সে ডবল সেঞ্চুরির রেকর্ড তাঁর ঝুলিতে। এই একটি ইনিংসের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রচারের আলোয় চলে এসেছেন উদীয়মান এই ক্রিকেটার। গতকাল নিউজিল্যান্ডে আন্ডার ১৯ বিশ্বকাপে সে ওপেন করেছে।
শচীন তেণ্ডুলকর থেকে সুনীল গাভাসকার সবাই প্রশংসা করেছেন যশস্বীর। ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন। এবারের নিলামে যে তাঁর ভালো দাম উঠবে, ক্রিকেটমহলের অনেকেই তা আন্দাজ করেছিলেন।