মহারাষ্ট্রে বিজেপি সঙ্গে সম্পর্ক ঘুঁচেছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের সমালোচনায় বারবারেই সরব হয়েছে শিবসেনা। তার পরেও বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমদের সম্পর্কে কড়া মনোভাব দেখাল শিবসেনা। উদ্ধব ঠাকরের দলের দাবি বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধভাবে যারা এসেছেন তাদের তাড়িয়ে দেওয়া উচিত।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শিবসেনা একসময় মোদি সরকারের বিরোধিতা করেছিল। এবার তাদের মুখেই শোনা গেল অন্য সুর। শনিবার দলীয় মুখপত্র ‘সামনা’–য় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শিবসেনা বলেছে, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের এই দেশ থেকে বাইরে ছুড়ে ফেলা উচিত এবং এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। গোটা দেশ যখন সিএএ নিয়ে বিক্ষোভ–প্রতিবাদে উত্তাল। ঠিক সেই সময়ে এমন মন্তব্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।
দু’দিন আগেই পুণেতে সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরের মুখে একই কথা শোনা গিয়েছিল। ওই দিন তিনি বলেন, “ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।” সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, মুম্বই থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি মিছিল বার করবেন। রাজের সেই মন্তব্যের জন্য তাঁকে আক্রমণ করতে গিয়ে প্রায় একই সুরে কথা বলে রীতিমতো বেকায়দায় পড়েছে শিবসেনা। যদিও তারা এ কথাও বলেছে, সিএএ-তে যে সব ফাঁক রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরা জরুরি।