রাজনীতির ময়দানে সবসময়েই হিন্দুত্বের ধ্বজা ওড়ায় গেরুয়া শিবির। হিন্দুত্বকে আঁকড়ে ধরেই ভোট বৈতরণী পার হওয়ার কথা ভাবে বিজেপি। কিন্তু এবার মুখ থুবড়ে পড়ল সেই হিন্দুত্বের ধ্বজাও। তাও কিনা স্বয়ং মোদীর গড় গুজরাতে।
গুজরাত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্রসংগঠনের কাছে ধরাশায়ী এবিভিপি। গুজরাট সেন্ট্রাল ১১টি বিভাগে এই নির্বাচন হয়েছিল। যার মধ্যে ভাষা বিভাগ, লাইব্রেরী বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ এবং সমাজ বিজ্ঞান বিভাগ শামিল ছিল। গুজরাত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্রসংগঠনের কাছে ধরাশায়ী এবিভিপি। অন্যদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে তারা। সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাতের ছাত্র সংসদ নির্বাচনে পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসনই হেরে বসেছে এবিভিপি। এর মধ্যে তিনটি আসনে জয়লাভ করেছে বামেরা। বাকি দু’টি আসনে নির্দল প্রার্থীদের জয়ী করেছেন পড়ুয়ারা। একটি করে আসনে জয়লাভ করেছে এসএফআই ও এলডিএসএফ। অন্য একটি আসনে জিতেছে বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।
এই নির্বাচনের সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবারই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। বেশ কয়েক বছর ধরে এই পাঁচটি আসনেই জয়ী হয়ে আসছিল এবিভিপি। কিন্তু এবার আর সেটা হল না। যা কার্যত স্পষ্ট ইঙ্গিত বয়ে আনছে দেশের যুব সমাজের পরিবর্তনশীল মনোভাবের। উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী বিজেপি এবং তাদের শাখা সংগঠনের খালি হাতে ফেরা দেশের রাজনীতির নিরিখেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।