গতকাল ক্রিকেটবিশ্ব দেখল ভারতীয়দের ব্যাটের দাপট। একদিকে কেন উইলিয়ামসনদের জয়ের পথ আগলে দাঁড়িয়েছিলেন শ্রেয়স আইয়ার আর অন্য দিকে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়ের পথ তৈরি করে দিলেন যশস্বী জয়সোয়াল এবং রবি বিষ্ণোই। অকল্যান্ড টু ব্লুমফন্টেন দুক্ষেত্রের ব্যাটের দাপটে পর্যুদস্ত নিউজিল্যান্ড।
ওপেনিং জুটিতে ৫৩ রান ওঠার পরেই নিউজিল্যান্ড ইনিংসে প্রথম ধাক্কা দেন জোধপুরের তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই। পাঁচ ওভারে ৩০ রান খরচ করে রবি তুলে নেন চার উইকেট। তাঁকে যোগ্য সহায়তা করেন অথর্ব বিনোদ আঙ্কোলেকর। এই মুহুর্তে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে শীর্ষে রয়েছে ভারত।
ম্যাচের সেরা রবি বিষ্ণোই বলেছেন, ‘‘উইকেটে বল তেমন টার্ন করছিল না। আমি শুরু থেকে ঠিক করে নিয়েছিলাম সঠিক লাইন এবং লেংথে উইকেটেই বল রেখে যাব। ওরা আমার পরিকল্পনার কাছে হার মেনেছে। এই জয়টা আনন্দের।’’
অন্যদিকে শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়ে কোহলি বললেন, ‘‘এখানে পৌঁছনোর দু’দিনের মধ্যে ম্যাচ খেলে এ ভাবে জেতাটা উপভোগই করেছি। এই জয়ে পুরো সিরিজের ছন্দটা যেন পেয়ে গেলাম। সঙ্গে মনে হল স্টেডিয়ামের আশি ভাগ মানুষই আজ আমাদের পাশে ছিল। ২০০-র বেশি রান তাড়া করতে হলে একটু উদ্বুদ্ধ হওয়ার মতো কিছু অবশ্যই দরকার”।