গত পরশু সিএএ-এনআরসি ইস্যুতে মুখ খুলে বিজেপির রোষানলে পড়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এরপর সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার বোমা ফাটালেন নাসিরুদ্দিন। তিনি বলেছেন, ‘৭০ বছর পর বুঝতে পারলাম, এই দেশ আর আমার বাসযোগ্য নয়।’ একবার নয়, কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিনেতা। বিতর্কিত নাগরিক সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে কথাও বলেছেন তিনি।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘৭০ বছর পরেও আমাকে প্রমাণ দিতে হবে আমি এদেশের নাগরিক কিনা এবং একজন মুসলমান ভারতীয় হওয়ার প্রমাণপত্র আমাকে দেখাতে হবে।’ এরপর তিনি প্রশ্ন করেন, ‘এখানে আমি ৭০ বছর ধরে বসবাস করছি, সেই সঙ্গে কাজও করছি, তাহলে এবার আমি কী করব?’
নাসিরুদ্দিন বললেন, এখনও পর্যন্ত আমার পরিবার কোনও অসুবিধের সম্মুখীন হয়নি, তবে এবার হয়তো এখানে থাকতে পারব না। একজন ভারতীয় মুসলিম হিসেবে থাকা আর যাবে না। এদিকে, দু’দিন আগে এক সাক্ষাৎকারে অনুপম খেরকে ‘ক্লাউন’ বলে কটাক্ষ করেন তিনি। এর পাল্টা জবাবও দিয়েছেন অনুপমও। তিনি বলেন, ‘দীর্ঘ কয়েকবছর ধরে আপনি যে পদার্থ সেবন করে আসছেন, তার জন্য তিনি ভালো মন্দের ফারাক বোঝেন না। তবে নিন্দা করে ভালো থাকলে খুশি থাকুন।’