সপ্তাহান্তে নামবে পারদ, জাঁকিয়ে পড়বে শীত। এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। আজ সকাল থেকেই একধাক্কায় নেমেছে পারদ। আগামী ৪৮ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ শহরের সর্বনিম তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। তবে আজ শহর জুড়ে শীতের আমেজ ভালই অনুভব করা যাচ্ছে। সকাল থেকে কুয়াশা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বেলা বাড়তেই কেটে গিয়েছে কুয়াশা। মিলেছে চড়া রোদের ঝলক। সেই সঙ্গে বইছিল কনকনে শীতল হাওয়া। পারদ পতনের পাশাপাশি রয়েছে শহরে বৃষ্টির পূর্বাভাসও।
মকর সংক্রান্তির দিন হাড়কাঁপানো ঠান্ডার বদলে রীতিমতো গরম অনুভব করেছিলেন বঙ্গবাসী। দিনের বেলায় রোদের তেজে গায়ে গরম জামাকাপড় রাখা দায় হয়ে গিয়েছিল। জানুয়ারি মাসের মাঝামাঝি এমন গরম দেখে সকলেই ভেবেছিলেন শীতের মেয়াদ বুঝি আর বেশিদিন নেই। তবে আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহ শেষে শীতের আমেজে থাকবে বাংলা।