বৃহস্পতিবার রাজ্যেত মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে এসেছিলেন দলের এনআরসি এবং সিএএ–বিরোধী মিছিলে অংশ নিতে। মিছিল থেকে রাজীব তীব্র কটাক্ষ করেন কেন্দ্রের মোদী সরকারের। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুখে মানুষের উপকারের জন্যে একটাও কথা নেই। মুখে মানুষের ভাত কাপড়, বাসস্থানের কথা নেই। শুধু ভোটের রাজনীতি করার জন্যে এনআরসি, সিএএ এসব করছে গেরুয়া শিবির।
রাজীব আরও বলেন, প্রায় ছ’বছর হয়ে গেল নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু মানুষের জন্যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনও কথা নেই তাদের মুখে। বিদ্যুৎ, পানীয় জলের কোনও কথা নেই। কর্মসংস্থানের কোনও কথা নেই। আর বিজেপি এই মুহুর্তে সিএএ এনআরসি নিয়ে এসেছে ভোটের রাজনীতিতে ঢাল হিসাবে ব্যবহার করতে।’
রাজীব বলেন, ‘আগে আমাদের দেশের অর্থনীতির জন্যে গর্ব হত। বিশ্বব্যাপী মন্দার মধ্যেও আমাদের দেশের অর্থনীতি মাথা তুলে দাঁড়াত। আর এখন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে দেশের আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন। বেকারত্বের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই ভারতবর্ষ। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কলকারখানা বন্ধ হয়ে নতুন নতুন বেকার সৃষ্টি হচ্ছে’।
গতকাল কৃষ্ণনগরের সদর হাসপাতাল মোড়েও সভা করেন তিনি। সেই জনসভায় মন্ত্রী বলেন, ‘আদালত যদি নাগরিকত্ব সংশোধন আইন বাতিল না করে, তবে মানুষই সেটা বাতিল করবে। মানুষ কী না পারে। বার্লিনের প্রাচীর ভেঙেছিল মানুষই।’ বিজেপি–র নেতাদের ‘পাগল’ সম্বোধন করে তিনি বলেন, ‘এঁদের কথার ঠিক নেই’।