গত বছর সেপ্টেম্বর মাস, আচমকাই অন্ধকার নেমে এসেছিল বৌবাজারে দুর্গাপিতুরী লেনে। ইস্ট–ওয়েস্ট মেট্রোর মাটির নিচে টানেল বোরিং মেশিন কাজ করার সময়ে ভেঙ পড়েছিল একাধিক বাড়ি। মাথার উপর ছাদ হারিয়েছিলেন বহু মানুষ। কার্যত ধূলিসাৎ হয়ে যায় দুর্গাপিতুরী লেনে শীল পরিবারের তিনতলা বাড়িও। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারটির। কারণ তার কিছুদিন পরেই ছিল বাড়ির মেয়ের বিয়ে।
কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। অবশেষে বুধবার ধুমধাম করেই বিয়ে হল শীল পরিবারের মেয়ে তৃষার। মুখ্যমন্ত্রীর আশ্বাস মতোই সরকারের সহায়তায় বো ব্যারাকের সিএমডিএ বিল্ডিংয়ে তৃষার বিয়ে হল কৌস্তুভ ল–র সঙ্গে। বিয়েতে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। নবদম্পতিকে আশীর্বাদ করেন তিনি।
দুর্যোগের সময় ভাঙা বাড়ি থেকে মেয়ের বিয়ের কোনও সরঞ্জামই নিয়ে আসতে পারেনি শীল পরিবার। সব শুনে শীল পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ের বিয়েতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
বেশ কিছু মাস কেটে গেছে। এদিকে দেখতে দেখতে মেয়ের বিয়ের দিন এসে গিয়েছে। বাধা কাটিয়ে সরকারি সাহায্যে হাল ফিরেছে শীল পরিবারের। গতকাল নির্বিঘ্নেই হল শীল পরিবারের মেয়ে তৃষার বিয়ে।