গতকালই একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছিল যে, এনআরসি ও সিএএ-র কারণে বিশ্ব গণতন্ত্রসূচকে ভারতের ১০ ধাপ পতন হয়েছে৷ এই নিয়ে আজ সকালেই মোদী সরকারকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। আর এবার মোদী-শাহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম৷ এর আগে কংগ্রেসকে দেশদ্রোহী টুকরা গ্যাঙের সমর্থক বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল বার বার অভিযোগ করেছে৷ এবার পাল্টা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তাঁর সোজা কথা, গণতন্ত্রসূচকে ভারত ১০ ধাপ নেমে গিয়েছে ৷ তার মানে এখানে গণতন্ত্র বিপন্ন ৷ তাই তিনি মনে করেন, টুকরে গ্যাঙ অন্য কেউ নয়, খোদ মোদী সরকার৷
২০১৬ সালে জেএনইউ তে ছাত্র বিক্ষোভের পরে টুকরো গ্যাঙ কথাটার উদ্ভব হয়েছে৷ সেই সময়কার ছাত্র নেতা কানহাইয়া কুমার, শেহলা রশিদ, উমর খলিদদের ‘টুকরা গ্যাঙ’ বলতে শুরু করেছিল গেরুয়া ব্রিগেড৷ আজকের আজাদি স্লোগানের প্রবক্তাও এই টুকরা গ্যাঙ এর প্রধান মুখ কানহাইয়া কুমার বলে মনে করে বিজেপি সহ গেরুয়া ব্রিগেড৷ মোদী সরকারের চোখে টুকরা গ্যাঙ দেশদ্রোহী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কানাহাইয়াদের টুকরা গ্যাঙ, কংগ্রেস, শহুরে নকশালদের পাকিস্তানের দালাল বলেছেন প্রকাশ্যেই৷
এবার তার পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ পি চিদম্বরম৷ বিশ্ব গণতন্ত্রসূচকই জানিয়েছে ভারতে গণতন্ত্র বিপন্ন৷ তাঁর কথায়, ‘আজ যারা কংগ্রেসকে টুকরা গ্যাঙের সঙ্গে দেশদ্রোহী বলে আসলে তারাই দেশকে ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো করছে৷ তাই কানাহাইয়ারা নয়, মোদীরাই টুকরো গ্যাঙ৷’ এদিন সেই সঙ্গে তিনি মোদী সরকারের প্রতিটি নীতির কঠোর সমালোচনা করলেন৷