বাসে কমিশন প্রথা বন্ধে টাইম টেবিল চালুর কথা জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এর আগে কমিশন প্রথা তুলে বাসের চালক ও কনডাক্টরদের বেতন দিতে হবে বলে জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী। বাস মালিক সংগঠনের দাবি ছিল সেই বেতন কীসের ভিত্তিতে হবে তা ঠিক করে দিতে হবে সরকারকেই। তারপরই বাসে কমিশন প্রথা বন্ধে টাইম টেবিল চালুর সিদ্ধান্ত পরিবহণ দপ্তরের।
পরিবহণমন্ত্রী বলেন পথ নিরাপত্তার স্বার্থে প্রশাসন এখন কড়া পদক্ষেপ করছে। মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করা, গাড়ির ফিটনেস ঠিক রাখা, গাড়ি চালকের হেভি লাইসেন্স আছে কিনা, বাসের বা গাড়ির ছাদে লোক তুলছেন কিনা প্রতিটা বিষয়ে নজর রেখেছে প্রশাসন। জাতীয় সড়কে লাগানো হয়েছে স্পিড গভর্নর।
মন্ত্রী বলেন, ‘ওভারলোডিংয়ের ফলে রাস্তা খারাপ হচ্ছে, রেষারেষির জন্য দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে বালির ওভারলোডিং হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন জেলাশাসকরাও। তাঁদের ব্যবস্থা নিতে বলেছি। আগে ২২৫ সিএফটি ছিল। আমারা বাড়িয়ে ৩০০ সিএফটি পর্যন্ত ছাড় দিয়েছি।’
মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ চালুর পর কমেছে পথদুর্ঘনার সংখ্যা। কমিশন প্রথা উঠলে বেসরকারি বাসের রেষারেষিও কমবে বলে মত মন্ত্রীর।