ফাঁপা উন্নয়নের বাণীতে ভোটে জেতা দূরঅস্ত। বুঝতে পারছে বিজেপি। তাই বিভেদের রাজনীতির অন্যতম হাতিয়ার সংখ্যালঘু বিদ্বেষী কুকথা।
‘মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্যই ভারতে সন্ত্রাসবাদ, ধর্ষণ ও যৌন হেনস্তার মতো ঘটনা বাড়ছে। স্বাধীনতার পর থেকে মুসলিমদের জনসংখ্যা দ্রুত বেড়েছে।’ বিতর্কিত এই মন্তব্য যোগীর রাজ্যের বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডের। তবে এখানেই থেমে না থেকে তিনি বলেছেন, ‘সরকার যদি মুসলিমদের এই জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম পরাতে না পারে তাহলে ভারত থেকে পাকিস্তানের মতো আরও একটি দেশ তৈরি হবে। জনসংখ্যা বৃদ্ধির এই হারের জন্যই দেশে বেকারত্ব, নিম্নমুখী আর্থিক বৃদ্ধি এবং অরাজকতা তৈরি হচ্ছে’।
এই অবস্থা থেকে মুক্তি পেতে আম্বেদকার নগরের বিজেপি সাংসদের পরামর্শ, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সংসদে বিল আনতে হবে। যাতে আর কোনও দেশভাগ না হয়।‘
মেরুকরণের রাজনীতির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পরিসংখ্যান দিয়ে তা নস্যাতের চেষ্টাও করে গেরুয়া শিবির। কিন্তু উস্কানিমূলক মন্তব্য থেকে পিছু হঠছেন না গেরুয়া ব্রিগেডের নেতারা। সাংসদ হরি ওম পাণ্ডের মন্তব্য সেই তালিকায় নতুন সংযোজন।