সিএএ ইস্যুতে এবার অমিত শাহের একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা আইনজীবী কপিল সিব্বল। স্বরাষ্ট্রমন্ত্রীকে অতি দাম্ভিকতার ওপর ভিত্তি করে না হেঁটে বাস্তবের মাটিতে পা রাখতে এবং হিম্মত থাকলে সাধারণ মানুষের কথা শোনার চ্যালেঞ্জ দিলেন তিনি।
গেরুয়া শিবির দেশে সিএএ কার্যকর করবার জন্য উঠে পড়ে লেগেছেন। এই পরিস্থিতিতে কপিল সিব্বলের বিজেপিকে আক্রমণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গোটা দেশ এই আইনের বিরোধিতায় প্রতিবাদে সামিল হচ্ছে।
সু্প্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে। এতটা হবে এটা হয়তো অমিত শাহ নিজেও। তাই গতকাল তিনি বলেছিলেন, ‘যত খুশি বিরোধিতা করুন, সিএএ কার্যকর করবই’। এদিকে কপিল সিব্বল টুইটে শাহকে তুলোধনা করলেন।
টুইট করে অমিত শাহকে সিব্বল লেখেন, ‘আপনি লখনউতে দাঁড়িয়ে বলেছেন আপনারা প্রতিবাদকে ভয় পান না। ভয় পেতেও হবে না। হিম্মত থাকলে দেশের মানুষের কথা শুনুন এবং বোঝার চেষ্টা করুন। একজন জন প্রতিনিধি হিসাবে এটা আপনার কর্তব্য। আপনি এটাও জেনে রাখুন তাঁরাও আপনাকে ভয় পান না।’