দু’হাতে দশদিক সামলাতে সিদ্ধহস্ত তিনি। একদিকে রাজনীতিও করেন। আবার পাশাপাশি চালিয়ে যান সাহিত্য চর্চাও। গল্প-উপন্যাস-কবিতা- সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই তাঁর অবাধ আনাগোনা। ফি বছরই বইমেলার প্রকাশ পায় তাঁর নতুন নতুন বই। তিনি আর কেউ নন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সিএএ-এনআরসি বিরোধিতায় এবার ফের কলম ধরলেন তিনি। প্রকাশিত হওয়ার পথে মমতার লেখা নয়া কবিতার বই ‘নাগরিক’। যে বইতে থাকছে নাগরিকত্ব নিয়ে লেখা একগুচ্ছ কবিতা।
প্রসঙ্গত, বাংলার বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময় থেকেই তাঁর লেখালিখির শুরু। বিরোধী নেত্রী থাকা কালীন তাঁর লেখা ‘উপলব্ধি’ বই টি খুব জনপ্রিয় হয়েছিল। ২০১১–তে ক্ষমতায় আসার পরেও লেখা থামাননি তিনি। রাজ্য রাজনীতি, মুখ্যমন্ত্রী পদ সামলে তার লেখার দিকে সময় দেওয়া কম হলেও তা মনের আড়াল কখনো হয়নি। রাস্তায় নেমে আন্দোলন করার সঙ্গে সঙ্গে এবার বই লিখে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি কেন মানুষের স্বার্থ বিরোধী সে কথা তুলে ধরতে চান তিনি।
দেশজুড়ে চলা বিতর্কের মাঝে এবারের অর্থাৎ ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে মমতার কাব্যগ্রন্থ নাগরিক। ইংরেজি ও বাংলা দু’টি ভাষাতেই সেই বই প্রকাশিত হতে চলেছে বলে কলেজ স্ট্রিটের বইপাড়া সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়। কেন সিএএ নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করছেন, সিএএ কেন ঠিক নয়, তা নিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে। সেই বইতে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং, মিছিলে যে বক্তব্য রেখেছেন তা থাকবে। এনআরসি নিয়ে তাঁর বক্তব্যের সংবাদপত্রে প্রকাশিত পেপার কাটিং নিয়ে তথ্যভিত্তিক সেই বই হবে বলে খবর।
এবছর ‘সবুজ বাংলা’, ‘নাগরিক’ ছাড়াও ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’, ‘কবিতাবিতান’ নামে বই বেরোচ্ছে। মুখ্যমন্ত্রীর সমস্ত কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ বেরোচ্ছে। একটি ছড়ার বই, উর্দু বইও প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, গতবছর পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ছিল ৮৮টি। প্রকাশনা সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, ‘ডেভেলপমেন্ট অফ বেঙ্গল’ নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে ১০ বছরে বাংলার সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি বইও প্রকাশিত হতে পারে এবারের বইমেলায়।
দে’জ প্রকাশনা সংস্থার তরফে প্রকাশক শুভঙ্কর দে বলেন, নাগরিক নামে যে বইটি বেরোচ্ছে তাতে সিএএ, এনআরসি নিয়ে অনেকগুলি কবিতা আছে। ওই বইতে ৫০টির বেশি কবিতা রয়েছে। তাতে যুবকদের সম্বোধন করে কবিতা লেখা রয়েছে। আমরা ৫টা বই প্রকাশ করছি। মুখ্যমন্ত্রীর যত কবিতা রয়েছে তার একটি সংকলন নিয়ে একটি বই বেরোচ্ছে। সবুজ বাংলা নামে একটি বই বেরোচ্ছে।
ইংরেজি প্রকাশনা সংস্থা বি বুকসের প্রকাশক এষা চট্টোপাধ্যায় বলেন, একটি বই প্রকাশের কথা হয়েছে। তার বিষয় নিয়ে আমাকে যেটা বলেছেন তা হল, আমরা কেন সিএএ নিয়ে প্রতিরোধ করছি, কাগজ দেখাতে হবে বলা-এসব বিষয় নিয়ে বিস্তারিত গবেষণাধর্মী বই হবে সেটি।